Digital Marketing Executive + Long Time Earning Partner
6 months ago Jobs Badda 18 views Reference: 247Location: Badda
Salary: 8,000 ৳
বেকার না থেকে ও বেশী বেতনের বড় চাকুরী পাবার আশায় না থেকে কোথাও সময় দিয়ে নিজের দৈনন্দিন ব্যয় মিঠানোর মত আয় করুন, পাশাপাশি কিছু রানিং আয়যোগ্য কাজ শিখে অভিজ্ঞতা অর্জন করে নিজেকে একজন ডিজিটাল উদ্যোক্তা তৈরী করুন। যারা পার্টটাইম জব+আজীবন রয়েলিটি ইনকাম পার্টনার হতে চান সেই সমস্ত স্মার্ট মেয়ে/ছেলেদেরকে আমাদের প্লাটপর্মে স্বাগতম!
এখানে পুজি বলতে নিয়ত, শ্রম, মেধা, বিশ্বস্থতা ও গ্রহণযোগ্যতা।
📣 পেশাজীবিদের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে ছুটতে হবে না! এমনকি কোন ব্যক্তি/প্রতিষ্ঠান থেকে কল এলে ছুটে যেতেও হবেনা।
📣ফেইসবুকে আপনার অনেক ফ্রেন্ড কিংবা ক্লোজ ফ্রেন্ড, শুভাকাঙ্ক্ষী/স্বজন থাকতে পারে। যারা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত বা জব করে। আপনি তাদেরকে জানিয়ে দেবেন, বর্তমান পেশার পাশাপাশি আপনি এই পেশাকেও বেচে নিয়েছেন দু-পয়সা হালালভাবে আয়ের জন্য। আজ জানিয়ে রাখলে হয়তো ১ মাস পরে প্রয়োজন হতে পারে,তখন তারা আপনাকে জানাবে নিশ্চয়। কারণ ওরা যেহেতু আপনার পরিচিত স্বজন, শুভাকাঙ্ক্ষী, ক্লোজ বন্ধু বা বন্ধুর বন্ধু।
📣জাস্ট অনলাইনে দৈনিক ২/১ ঘন্টা লবিং করবেন, পরিচিতদের বলবেন আমাদের কাছে এই এই সার্ভিসগুলো সাইটে সাজানো আছে লাগলে নেবেন,বা কারো লাগলে যোগাযোগ করতে বলবেন, জাস্ট এতটুকুই।
📣লেগে থাকতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। দেখুন আমাদের বিজনেস পয়েন্টগুলো, কনফিডেন্স নয়, ওভারকনফিডেন্স নিয়ে কাজ করতে হবে!
📣 এটা একটি স্বাধীন বিজনেস! যেখানে কোন বাধ্যবাধকতা নেই, পরাধীনতা নেই, জবাবদিহিতা নেই!
👑 মনে রাখা দরকার মাসকে মাস চেষ্টা চালিয়ে একটি ট্যুর পাওয়া মানে সারা বছরের স্যালারির সমতূল্য।
👑এ পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে আপনি আমাদের সকল ধরনের সাপোর্ট পাবেন।